বিসিসিআইয়ের কাছে ছুটি চাইলেন কুলদীপ

আন্তর্জাতিক
বিসিসিআইয়ের কাছে ছুটি চাইলেন কুলদীপ
কুলদীপ যাদব ভারতের জার্সিতে, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতীয় স্পিনার কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে নিজের বিয়ের জন্য ছুটি চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারত–সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে কুলদীপের বিয়ে চলতি বছরের শুরুতেই হওয়ার কথা ছিল, কিন্তু আইপিএলের শেষ পর্ব পিছিয়ে যাওয়ায় তা স্থগিত করতে হয়। জানা গেছে কুলদীপ এখনো বিসিসিআইয়ের অনুমতির অপেক্ষায় আছেন।

বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, কুলদীপ নভেম্বরের শেষ সপ্তাহের জন্য ছুটি চেয়েছেন। টেস্ট দলে থাকলেও তিনি চূড়ান্ত একাদশে সুযোগ পাবেন কি না, তা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ নম্ভেবর থেকে। এই ম্যাচে তাই নাও দেখা যেতে পারে কুলদীপকে।

সূত্র মতে, 'কুলদীপের বিয়ে পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছেন। কখন তাকে দরকার হবে—তা মাথায় রেখে ঠিক কত দিনের ছুটি দেওয়া যায়, টিম ম্যানেজমেন্ট সেটি বিবেচনা করবে।'

সাম্প্রতিক পারফরম্যান্সে কুলদীপকে সর্বশেষ দেখা গেছে ভারত ‘এ’ বনাম সাউথ আফ্রিকা ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় টেস্টে, সেই ম্যাচে তিনি মাত্র এক উইকেট পান। এর আগেই তিনি অস্ট্রেলিয়ায় এক ওয়ানডে ও দুই টি-টোয়েন্টিতে খেলেছিলেন এই স্পিনার।

টেস্টে দারুণ ফর্মে আছেন কুলদীপ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে এই স্পিনার নিয়েছেন ১২ উইকেট। কুলদীপ সুযোগ পেয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে আসামের বারাসাপারা স্টেডিয়ামে। সেখানে ভারত বাড়তি পেসারও খেলাতে পারে।

আরো পড়ুন: কুলদীপ যাদব