বৃষ্টির পেটে শেষ টি-টোয়েন্টি, সিরিজ জিতল ভারত

আন্তর্জাতিক
বৃষ্টির পেটে শেষ টি-টোয়েন্টি, সিরিজ জিতল ভারত
সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন অভিষেক শর্মা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের সময় ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে টানা বৃষ্টির হলে ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। প্রথম টি-টোয়েন্টির পর শেষ ম্যাচেও গেল বৃষ্টির পেটে। মাঝের তিন ম্যাচের দুইটিতে জিতে নিয়েছে ভারত। ফলে দুইটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন অভিষেক শর্মা ও শুভমান গিল। পেসার বেন ডোয়ারশিসের প্রথম ওভারে দুই চারে ১১ রান এনেছেন তারা দুজন। জাভিয়ের বার্টলেটের করা দ্বিতীয় ওভারে অবশ্য ৮ রানের বেশি নিতে পারেননি। তৃতীয় ওভারে ডোয়ারশিসের বিপক্ষে ঝড় তোলার চেষ্টা করেন গিল। ডানহাতি ব্যাটার সেই ওভারে মেরেছেন চারটি চার।

যদিও অভিষেককে ফেরানোর সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল মিস করেছিলেন। চতুর্থ ওভারে নাথান এলিসের বলে ফাইন লেগে ক্যাচ ছাড়েন ডোয়ারশিস। দু’বার জীবন পাওয়ার দিনে পূর্ণ সদস্য দেশের ব্যাটার হিসেবে সবচেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান করেছেন অভিষেক। এক হাজার রান করতে ৫২৮ বল খেলতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।

দুইয়ে থাকা সূর্যকুমার এক হাজার রান করেছিলেন ৫৭৩ বলে। এ ছাড়া ফিল সল্ট ৫৯৯ বল, ম্যাক্সওয়েল ৬০৫ বল এবং ফিন অ্যালেন ও আন্দ্রে রাসেল এক হাজার করেছিলেন ৬০৯ বলে। সবচেয়ে কম ইনিংসে হাজার রান করার তালিকায় অভিষেক অবশ্য দুইয়ে আছেন। ২৮ ইনিংসে এমন কীর্তি গড়েছিলেন তিনি। সবার উপরে থাকা বিরাট কোহলির লেগেছিল ২৭ ইনিংস।

এ ছাড়া লোকেশ রাহুল ২৯, সূর্যকুমার ৩১ এবং রোহিত শর্মা ৪০ ইনিংসে হাজার রান করেছিলেন। পঞ্চম ওভারের শেষ বলের আগে ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলে ভারত। ওই সময় অভিষেক ১৩ বলে ২৩ এবং গিল অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে। পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সিরিজসেরা হয়েছেন অভিষেক।

২০২২ সালের পর থেকে চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারল অস্ট্রেলিয়ার। যার মধ্যে ভারতের বিপক্ষেই তিনটি হেরেছে তারা। ২০২২ সালে ঘরের মাঠে হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষেও। ভারতের বিপক্ষে সবশেষ পাঁচ টি-টোয়েন্টির সিরিজে অস্ট্রেলিয়া হেরেছিল ৪-১ ব্যবধানে।

আরো পড়ুন: ভারত