অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর মতে ওয়ানডের সর্বকালের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটার এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ধারণা করা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলাও চালিয়ে যাবেন।
এরই মধ্যে ওয়াহর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার গোল্ড কোস্টের কারারা ওভালে অস্ট্রেলিয়াকে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৮ রানে হারায় ভারত। ওয়ানডে সিরিজ ২-১–এ হারলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এই ম্যাচ মাঠে থেকে দেখেছেন স্টিভ ওয়াহ।
ম্যাচ শেষে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াহ বলেন, 'বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই সর্বকালের গ্রেট খেলোয়াড়। কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। সবাই চায় তাদের খেলতে দেখতে। গোল্ড কোস্টের দর্শকেরাও পেতেন অন্যরকম আনন্দ, কিন্তু তাদের পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয়।'
রোহিত ও কোহলি এবার অস্ট্রেলিয়া সফরে শুধু ওয়ানডে সিরিজেই খেলেছেন। দুজনেই এখন শুধু ভারতের ওয়ানডে সেটআপে আছেন। ফলে তাদের খেলা দেখতে ভক্তদের অনেকদিন অপেক্ষা করতে হয়। আর সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ভারত খুব বেশি ওয়ানডে খেলছে না এই বছর।
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন রোহিত ও কোহলি। তবে শেষ ম্যাচে জ্বলে উঠেছিল দুজনেরই ব্যাট। রোহিত সেদিন ১২১ রানের ইনিংস খেলেন। পাশাপাশি কোহলি খেলেন ৭৪ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে নামেন এই দুই ক্রিকেটার।
ওয়ানডে ক্রিকেটে এখনও কোহলির রাজত্ব চলছে। তিনি স্বদেশী টেন্ডুলকারকে পেছনে ফেলে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এখন রানের হিসেবেও কোহলির সামনে কেবল টেন্ডুলকার। শচিন ৪৫২ ইনিংসে ১৮ হাজার ৪২৬ রান করেছেন। আর কোহলির নামের পাশে ২৯৩ ইনিংসে ১৪ হাজার ২৫৫ রান।