ওয়াহর চোখে ওয়ানডের সর্বকালের সেরা কোহলি
সর্বকালের সেরা ক্রিকেটার কে? তা নিয়ে বিতর্ক ক্রিকেটে চিরন্তন। ক্রিকেটের ফরম্যাট ভেদেও সেই হিসেব করাও অনেক জটিল। বিশেষ করে ওয়ানডেতে অনেকেই এগিয়ে রাখেন শচিন টেন্ডুলকারকে। আবারও কারো চোখে সেরা ভিভ রিচার্ডস। আধুনিক ক্রিকেটে অনেকেই এগিয়ে রাখেন এবি ডি ভিলিয়ার্সকে।