কুইন্সল্যান্ডে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলতে থাকেন ম্যাথু শর্ট ও মার্শ। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়ে উঠতে পারেনি। ইনিংসের পঞ্চম ওভারে তাদের দুজনের ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অক্ষর। বাঁহাতি স্পিনারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ১৯ বলে ২৫ রান করা শর্ট। দ্বিতীয় উইকেটে মার্শ ও জস ইংলিশ মিলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। ১২ রান করা ইংলিসকেও ফেরান অক্ষর।
একটু রয়েসয়ে খেললেও দলের প্রত্যাশা মেটাতে পারেননি মার্শ। ২৪ বলে ৩০ রান করে শিভাম দুবের বলে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ডেভিডকেও ঝড় তুলতে দেননি দুবে। স্বাগতিকদের রান একশ হওয়ার আগে ফিরেছেন ফিলিপেও। শেষের দিকে ম্যাক্সওয়েল, স্টইনিসরা ভালো করতে না পারায় ১১৯ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নিয়েছেন ওয়াশিংটন। দুইটি উইকেট পেয়েছেন দুবে ও অক্ষর।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা ও শুভমান গিল মিলে ভারতকে ভালো শুরু এনে দেন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান তোলে সফরকারীরা। পাওয়ার প্লে শেষে অভিষেককে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ডানহাতি লেগ স্পিনারের ঝুলিয়ে দেয়া গুগলি ডেলিভারিতে লং অনের উপর দিয়ে খেলার চেষ্টায় ডেভিডের হাতে ক্যাচ দিয়েছেন। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ২১ বলে ২৮ রানে। তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন দুবে।
যদিও ১৮ বলে ২১ রান করে ফিরতে হয়েছে তাকে। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন গিল। তবে ভারতের ওপেনারকে পঞ্চাশ ছুঁতে দেননি নাথান এলিস। ৩৯ বলে ৪৬ রান করে ফিরেছেন তিনি। পরবর্তীতে সূর্যকুমার যাদব ২০ এবং অক্ষর ১১ বলে অপরাজিত ২১ রান করেছেন। ১২১ রান থেকে হঠাৎ ব্যাটিং ধস হওয়ায় শেষ পর্যন্ত ১৬৭ রানে থামতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জাম্পা ও এলিস।