ক্রিকেটে রাজনীতি পছন্দ করি না: ওয়াসিম আকরাম

আন্তর্জাতিক
ক্রিকেটে রাজনীতি পছন্দ করি না : ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের এশিয়া কাপের পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে। টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। পরিস্থিতি আরও খারাপ হয় যখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতের ক্রিকেটাররা। সেই ট্রফি এখনো বিসিসিআইকে বুঝিয়ে দেননি নাকভি।

এই ঘটনার পর দুই বোর্ডের সম্পর্ক কার্যত ভাঙনের মুখে। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আগেই বন্ধ ছিল। এবার এশিয়া কাপের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে দুই দলের ম্যাচ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রিকেটবিশ্বে এই আচরণের সমালোচনা চলছে।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, 'দুঃখিত, ক্রিকেটে রাজনীতি আমি পছন্দ করি না। সোজাসাপ্টা বললে, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। লিগ ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের নেওয়া উচিত।'

তিনি আরও যোগ করেন, 'সাহসী হোন, বড় হোন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হচ্ছে না। এখানেই আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দল বা লিগ কার মালিকানায় তা গুরুত্বপূর্ণ নয়, সব দেশের খেলোয়াড়দেরই সুযোগ দেওয়া উচিত।'

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি হস্তান্তর নিয়ে যে জট তৈরি হয়েছে, তা দুবাইয়ে চলমান আইসিসির ত্রৈমাসিক সভায় শুক্রবার আলোচনায় আসতে পারে। সূত্র জানায়, বিসিসিআই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলবে এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠিও পাঠানো হয়েছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, ট্রফি হস্তান্তরে বিলম্ব নিয়ে তারা আলোচনা করবেন। এরই মধ্যে ১০ দিন আগে এসিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন: ওয়াসিম আকরাম