আবারো কিউই শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন সেইফার্ট

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
আবারো কিউই শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন সেইফার্ট
টিম সেইফার্ট, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দলটি আরও একবার ধাক্কা খেল। আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট।

তার জায়গায় দলে ফিরেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে। ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ফোর্ড ট্রফির ম্যাচে সোমবার নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে ব্যাটিংয়ে নেমে চোট পান সেইফার্ট। মাত্র এক রান নিয়ে মাঠ ছাড়ার পর এক্স-রে'তে দেখা যায়, তার তর্জনীতে চিড় ধরা পড়েছে।

৭৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সেইফার্টকে হারানো নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। দলের টপ অর্ডারে নিয়মিত মুখ এই ব্যাটার ব্যাট হাতে আগ্রাসী ভূমিকার পাশাপাশি উইকেটের পেছনেও ছিলেন দলের নির্ভরযোগ্য সদস্য।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার সেইফার্টের ইনজুরিতে হতাশা প্রকাশ করে বলেন, 'টিম সেইফার্টের জন্য আমাদের সবারই খারাপ লাগছে। টপ অর্ডারে প্রভাববিস্তারী উপস্থিতি ও কিপারের ভূমিকা মিলিয়ে সে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই পাঁচ ম্যাচে আমরা তার অভাব অনুভব করব।'

ওয়াল্টার আরো বলেন, 'সাম্প্রতিক সিরিজগুলোয় সে অসাধারণ ফর্মে ছিল। এখনই এমন সময়ে ইনজুরিতে পড়া হতাশার, বিশেষ করে যখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আছি। আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।'

সেইফার্ট ছাড়াও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিউজিল্যান্ড পাচ্ছে না লকি ফার্গুসন, উইল ও’রুর্কি, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্সকে। বিশ্রাম দেয়া হয়েছে ম্যাট হেনরিকে। তার বদলে আসা মিচেল হে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ৭ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, মিচেল হে, ন্যাথান স্মিথ, ইশ সোধি।

আরো পড়ুন: টিম সেইফার্ট