টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ২৯৮ রান তোলে ভারত। ওপেনিং জুটিতেই দলটি তোলে ১০৪ রান। ৫৮ বলে ৪৫ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন স্মৃতি মান্ধানা। তারপর ৬২ রানের জুটি গড়েন শেফালি ভার্মা এবং জেমিমাহ রডরিগুয়েজ।
৭৮ বলে ৮৭ রান করেন এবারের বিশ্বকাপের বদলি ওপেনার শেফালি ভার্মা। মাত্র এক ম্যাচ আগেই ওপেনার প্রাতিকার বদলি হয়ে এসেছিলেন তিনি। তার বিদায়ের পর বিদায় নেন জেমিমাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার এ দিন করেন ২৪ রান।
তারপর ২৪৫ রানের মধ্যে আরো দুই উইকেট হারায় ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌর ২০ এবং আমানজত কৌর ১২ রান করে ফিরে যান। তারপর দীপ্তি শর্মার ৫৮ বলে ৫৮ রানের ইনিংসে তিনশর কাছে যায় ভারত। সেদিকে ২৪ বলে ৩৪ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিচা ঘোষও।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানের ওপেনিং জুটি পেলেও তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। সপ্তম উইকেটে হিসেবে বিদায় নেয়ার আগে লরাই দলটিকে জয়ের দৌড়ে রাখেন।
যদিও অন্য কোনও ব্যাটার তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৯৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন লরা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আনেরি ডার্কসেনের ব্যাটে। এ ছাড়া ২৫ রান করেন সুনে লুস। ৩৯ রান খরচায় পাঁচ উইকেট নেন দীপ্তি। ৩৬ রান খরচায় দুই উইকেট নেন শেফালি ভার্মা।