আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া এই ম্যাচে আগে দেয়া হবে চা বিরতি, পরে লাঞ্চ বিরতি। আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামেই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টেস্ট ক্রিকেটে সাধারণত চা বিরতি হয় ২০ মিনিটের এবং লাঞ্চ বিরতি ৪০ মিনিটের। তবে গুয়াহাটিতে নভেম্বরের শেষ দিকে দিন ছোট হওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম সেশন শুরু হয়ে ১১টায় শেষ হবে। এরপরই হবে ২০ মিনিটের চা বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল ১১টা ২০ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত। এরপর থাকবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি।
তৃতীয় সেশন শুরু হবে দুপুর ২টায় এবং দিনের খেলা শেষ হবে বিকেল ৪টায়। সূর্যাস্তের সময়ের সঙ্গে খেলার সময় মিলিয়ে আনতেই এই সূচি নির্ধারণ করা হয়েছে।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, গুয়াহাটিতে দিন শুরু হয় তুলনামূলকভাবে আগেভাগে এবং শেষ হয় দ্রুত। তাই প্রথমবারের মতো টেস্ট ম্যাচে চা বিরতি আগে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
             
                           
           
   
        