ভারতের বিপক্ষে খেলাটা সবচেয়ে বড় পরীক্ষা: ম্যাকডোনাল্ড

আন্তর্জাতিক
ভারতের বিপক্ষে খেলাটা সবচেয়ে বড় পরীক্ষা: ম্যাকডোনাল্ড
দলের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের নতুন ব্যাটিং দর্শন পরখ করে নিতে চায় দলটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার গড় রান রেট ১০.০৭। এই সময়ে প্রত্যেক ব্যাটারের স্ট্রাইক রেটও আগের তুলনায় বেড়েছে। ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে ভাসছে দলটি।

যদিও বুধবার থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজটি হবে আরও বড় পরীক্ষা। জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের মতো এক্স-ফ্যাক্টর বোলারদের বিপক্ষে কেমন করে তাদের ব্যাটিং ইউনিট, সেটিই দেখার বিষয়।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, 'ভারতের বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ পরীক্ষা হবে। এই ধাঁচে খেলা কতটা কার্যকর, সেটি এখানে বোঝা যাবে। ওরা বিশ্বের এক নম্বর দল, আর আমরা দুইয়ে। সেরা দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছি, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য এটি দারুণ মঞ্চ।'

ভারতও সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক ক্রিকেটে ঝুঁকেছে। তবে অস্ট্রেলিয়ার স্ট্রাইক রেট ভারতের তুলনামূলক অনেক বেশি। ম্যাকডোনাল্ড জানান, টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার পরই দলটি এই পরিবর্তনের পথে হাঁটে।

'আমরা এখন ১১ ম্যাচ খেলেছি এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। আগে দুটো বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলাম, তাই নিজেদের সীমা ছাড়িয়ে যেতে চেয়েছি। এবার আমরা আরও আক্রমণাত্মক, নতুন ব্যাটিং পজিশনও পরীক্ষা করেছি। টিম ডেভিডকেও উপরে নামানো হয়েছে। আগের ব্যর্থতা থেকে শিখেই এই পরিবর্তন।'

আরো পড়ুন: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড