টি-টোয়েন্টি দলে সাম্প্রতিক সময়ে ছন্দে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ফর্মে না থাকলেও তা নিয়ে চিন্তা নেই গম্ভীরের। তার মতে, পুরো দলের টি-টোয়েন্টি খেলাধুলার ধরণই এমন যে সেখানে ব্যর্থতা আসতে পারে। সেখান থেকেই শিখতে চান তিনি।
গম্ভীর বলেন, 'সত্যি বলতে, সূর্যের ব্যাটিং ফর্ম নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমরা ড্রেসিংরুমে একদম আক্রমণাত্মক টেমপ্লেটটি গ্রহণ করেছি। এই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই।'
গম্ভীর আরো বলেন, 'সূর্যের পক্ষে ৩০ বলে ৪০ রান করে সমালোচনা এড়ানো সহজ, কিন্তু আমরা সম্মিলিতভাবে ঠিক করেছি, এই ধাঁচে খেলার সময় ব্যর্থ হওয়াটা গ্রহণযোগ্য। আমরা চাই, দল ভয় না পেয়ে খেলুক।'
সূর্যের ব্যাটে রান না থাকলেও সাম্প্রতিক সময়ে ঝলক দেখিয়েছেন অভিষেক শর্মা ও তিলক বার্মা। দলকে এশিয়া কাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে এই দুই ব্যাটারের।
গম্ভীর বলেন, 'অভিষেক দুর্দান্ত ফর্মে আছে। সূর্য যখন ছন্দে ফিরবে, তখন স্বাভাবিকভাবেই দায়িত্ব নেবে। টি-টোয়েন্টিতে আমাদের লক্ষ্য নির্দিষ্ট সংখ্যক রান নয়, বরং আমরা কী ধরণের ক্রিকেট খেলছি সেটাই মুখ্য।
শেষে নিজের কোচিং দর্শন নিয়েও পরিষ্কার মন্তব্য করেছেন গম্ভীর, 'আমরা প্রথম দিন থেকেই ঠিক করেছি, হারার ভয় পাব না। আমি সবচেয়ে সফল কোচ হতে চাই না; আমি চাই আমরা হই সবচেয়ে নির্ভীক দল।'