নিউজিল্যান্ডের ওয়ানডে দল থেকে ছিটকে গেলেন জেমিসন

আন্তর্জাতিক
নিউজিল্যান্ডের ওয়ানডে দল থেকে ছিটকে গেলেন জেমিসন
কাইল জেমিসন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মাংসপেশিতে টান লাগার কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাইল জেমিসন। শনিবার বে ওভালে অনুশীলনের সময় এমন সমস্যা অনুভব করেন ৩০ বছর বয়সী নিউজিল্যান্ডের এই পেসার। রবিবার শুরু হতে যাওয়া সিরিজ শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কিউই দল।

নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট জানায়, এটি সম্পূর্ণ সতর্কতামূলক সিদ্ধান্ত। জেমিসনের পিঠের পুরোনো চোট ও আগের স্ট্রেস ফ্র্যাকচারের ইতিহাস বিবেচনায় রেখে দল তাকে বিশ্রাম দিতে চায়। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার ফেরার দিকে লক্ষ্য রাখছে কিউই দল।

নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার বলেন, 'কাইল আজ বোলিংয়ের পর মাংসপেশিতে কিছুটা শক্তভাব অনুভব করেছে। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে তাকে বিশ্রাম দেয়াই সঠিক মনে হয়েছে। এতে করে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।'

জেমিসন আপাতত ক্রাইস্টচার্চে ফিরে যাচ্ছেন। ওয়াল্টার জানিয়েছেন, ফোর্ড ট্রফির প্রথম রাউন্ড শেষ হওয়ার পর এই সিরিজের জন্য জেমিসনের বিকল্প বোলার ঘোষণা করা হবে।

গত মাসে ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে জেমিসন জানিয়েছিলেন, দীর্ঘ চোটের পর ফেরার পথে নিজের শরীরের ওয়ার্কলোড নিয়ে তিনি খুব সতর্ক। তার ট্রেনিং প্রোগ্রাম এখন পরিচালনা করছেন হাই পারফরম্যান্স কোচ চেলসি লেন ও ম্যাট ডালো, যারা নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন।

জেমিসন বলেন, 'তারা ক্রীড়াবিদদের শরীর গঠন ও বায়োমেকানিক্স নিয়ে দারুণ কাজ করছেন। আমার শরীরের মুভমেন্ট থেকে শুরু করে জিম প্রোগ্রাম ও বোলিং লোড, সবকিছু তারা পর্যবেক্ষণ করে। প্রতিদিন বোলিংয়ের পর তাদের সঙ্গে রিভিউ করি, সাপ্তাহিক ও মাসিক পরিকল্পনাও ওদের মাধ্যমেই হয়।'

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: মিচেল সান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফোল্কস, ম্যাট হেনরি, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রাচিন রবিন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

আরো পড়ুন: কাইল জেমিসন