৭ বছর পর জিম্বাবুয়ে দলে ক্রেমার

আন্তর্জাতিক
৭ বছর পর জিম্বাবুয়ে দলে ক্রেমার
গ্রায়েম ক্রেমার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।

২০১৮ সালে সর্বশেষ জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন এই লেগ স্পিনার। এরপর গলফে মননিবেশ করেন তিনি। সেই সময় স্ত্রী মার্নার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে চলে যান তিনি। তার স্ত্রী পেশায় একজন পাইলট।

যদিও এ বছরের শুরুতে দেশে ফিরে ক্লাব ক্রিকেটে আবারও খেলা শুরু করেন ক্রেমার। মূলত জাতীয় দলে ফিরতেই তিনি এই চেষ্টায় ছিলেন। আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বে জিম্বাবুয়ের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

তাকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজ তাই বড় পরীক্ষার মঞ্চ ক্রেমারের জন্য। জিম্বাবুয়ে দলে ট্রেভর গুয়ান্ডুর জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে পুরো সিরিজটিই অনুষ্ঠিত হবে হারারেতে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

জিম্বাবুয়ে স্কোয়াড-

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিনগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেলর।

আরো পড়ুন: গ্রায়েম ক্রেমার