
গলফ ছেড়ে ৭ বছর পর ক্রিকেটে ফিরলেন ক্রেমার
ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে নিয়ে স্ত্রী মের্না মোরের সঙ্গে দুবাইয়ে থিতু হয়েছিলেন গ্রায়েম ক্রেমার। বাচ্চাদের দেখভালের পাশাপাশি গলফ খেললেও জিম্বাবুয়ের লেগ স্পিনার জানিয়েছিলেন দ্রুতই ফিরবেন ক্রিকেটে। যদিও ৭ বছরের বেশি সময়ে শেষ হয়েছে ক্রেমারের বিরতি। ন্যাশনাল প্রিমিয়ার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন ৩৯ বছর ছুঁইছুঁই এই ক্রিকেটার। জিম্বাবুয়ের জার্সিতে ফেরার অপেক্ষাও শেষ হতে পারে দ্রুতই।