মার্শের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আন্তর্জাতিক
মার্শের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
সিরিজ জয়ের উল্লাসে অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মিচেল মার্শের সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে মার্শের দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ছয় উইকেটে জিতে অজিরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে মার্শের সেঞ্চুরিতে ১৮ ওভারেই এই লক্ষ্য তাড়া করে অজিরা। ৫২ বলে আটটি চার ও সাতটি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন মার্শ।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি মার্শের তৃতীয়তম সেঞ্চুরি। আগের দুটি আইপিএল ও বিগ ব্যাশে করেছিলেন তিনি। দেশের জার্সিতে তার আগের সেরা ইনিংস ছিল ২০২৩ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৯২।

মার্শ ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন একেবারেই ম্লান। শেষদিকে মিচেল ওয়েন ১০ বলে ১৪ এবং শন অ্যাবট ৭ বলে অপরাজিত ১৩ রান করেন। এ ছাড়া ট্রাভিস হেড ৮, ম্যাথু শর্ট ৭, টিম ডেভিড ৩, অ্যালেক্স ক্যারি এক, মার্কাস স্টইনিস দুই রান করেন।

মাঝের সময়টায় শর্ট, ডেভিড, ক্যারি এবং স্টইনিসকে ফেরান জেমস নিশাম। ২৬ রান খরচায় চার উইকেট নেন তিনি। তার দারুণ বোলিংয়ের পরও ম্যাচ জিততে পারেনি কিউইরা। দুই ওভার আগেই ম্যাচ শেষ করে অজিরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডও তেমন সুবিধা করতে পারেনি। দলটির হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন টিম সেইফার্ট। মাইকেল ব্রেসওয়েল করেন ২২ বলে ২৬ রান। এ ছাড়া ১৮ বলে ২৫ রান করেন নিশাম।

অস্ট্রেলিয়ার হয়ে ২৫ রান খরচায় তিন উইকেট নেন অ্যাবট। দুটি করে উইকেট নেন জস হ্যাজেলউড এবং জ্যাভিয়ের বার্টলেট। একটি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা এবং স্টইনিস।

আরো পড়ুন: নিউজিল্যান্ড