জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের জয় উৎসর্গ করল নেপাল

আন্তর্জাতিক
জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের জয় উৎসর্গ করল নেপাল
সিরিজ শুরু আগে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল অধিনায়কের ফটোসেশন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নিজেদের ক্রিকেট ইতিহাসে বিশাল এক মাইলফলক ছুঁয়েছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জিতে নিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি। এটি নেপালের জন্য টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম জয়।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রান তোলে নেপাল। এরপর বোলিং ও ফিল্ডিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে তারা ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখে ১২৯ রানে। প্রতিপক্ষ এক পর্যায়েও ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেনি। অভিষেক জয়টিকে শুধু মাঠের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি নেপালের ক্রিকেটাররা।

ম্যাচ শেষে দলটির ওপেনার কুশল ভুর্তেল বলেন, 'কোচের চাওয়া ছিল কার্ডিয়াক কিডস ডাক নামটি যেন আমরা দূর করে ফেলি, আজকে আমরা তা পেরেছি।'

দেশের সাম্প্রতিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা নিয়েও কথা বলেন কুশল, 'দেশে এখন খুবই গুরুত্বপূর্ণ এক সময় যাচ্ছে। আমার মনে হয়, এই সময়ে দেশের মানুষদের এবং এখানেও নেপালি যারা আছেন, সবাইকে আমরা অনেক খুশি উপহার দিতে পেরেছি।'

অলরাউন্ড পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত পাউড়েল। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ম্যান অব দা ম্যাচ পুরস্কার উৎসর্গ করতে চাই নেপালে জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের। সাম্প্রতিক সময়টা খুব ভালো কাটেনি আমাদের। এই সময়ে আমরা যদি দেশের মানুষকে কিছুটা আনন্দ এনে দিতে পারি, তাহলে দারুণ হয়।'

এই সিরিজটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে, যার আয়োজক নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়েস্ট ইন্ডিজ দলটি যদিও দ্বিতীয় সারির, নিয়মিত অধিনায়ক শেই হোপসহ কয়েকজন মূল খেলোয়াড় আছেন টেস্ট দলের সঙ্গে। তবুও মাঠের পারফরম্যান্স অনুযায়ী নেপালের এই জয় অবমূল্যায়ন করার সুযোগ নেই।

আরো পড়ুন: রোহিত পাউড়েল