বিজয় হাজারে ট্রফিতে ১২৪.০৪ স্ট্রাইক রেট ও ৩৮৯.৫০ গড়ে ৭৭৯ রান করেছিলেন নায়ার। পাঁচ সেঞ্চুরির সঙ্গে করেছিলেন একটি হাফ সেঞ্চুরিও। ৫০ ওভারের টুর্নামেন্টের মতো রঞ্জি ট্রফিতেও ছন্দে ছিলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে রঞ্জি ট্রফিতে ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রান করেছিলেন নায়ার। বৈদর্ভার শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল তাঁর। পুরো মৌসুমে চারটি সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার।
ফাইনালেও ৮৬ ও ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। এমন পারফরম্যান্সের পরই ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে ডাক পান তিনি। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে চারটি ম্যাচে খেলার সুযোগও পেয়েছিলেন। ২৫ এর একটু বেশি গড়ে মাত্র ২০৫ রান করেছিলেন নায়ার। অথচ পাঁচ টেস্টের সিরিজে ৭ হাজারের বেশি রান, ২১ সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি হয়েছে। ওভাল টেস্টের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
শুধু রানই নয় নায়ারের আউট হওয়ার ধরণ নিয়েও প্রশ্ন আছে। ইংল্যান্ড সফর থেকে ফেরার পর ক্রিকেটের বাইরে আছেন তিনি। প্রত্যাশা মেটাতে না পারায় বাদ পড়েছেন নায়ার। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন পাড়িকাল। লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ১৫০ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। যার ফলে তাকে বিবেচনা করেছেন নির্বাচকরা। চোট থেকে সেরে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই ঋষভ পান্ত।
উইকেটকিপার হিসেবে ধ্রুব জুরেলের ব্যাকআপ রাখা হয়েছে নারায়ণ জাগাদিশানকে। এ ছাড়া ইংল্যান্ড সফরের দল থেকে খুব বেশি পরিবর্তন হয়নি। ব্যাটিংয়ে শুভমান গিলের সঙ্গে আছেন ইয়াশভি জয়সাওয়াল, সাই সুদর্শন এবং লোকেশ রাহুল। ব্যাটিংয়ের তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাডিকাল। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার সঙ্গী ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল। স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদবও।
পেস বোলিংয়ে জসপ্রিত বুমরাহর সঙ্গে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। ইংল্যান্ড সফরে চোট পাওয়া আকাশ দীপ এখনো সেরে উঠতে পারেননি। চোট কাটিয়ে উঠায় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন নীতিশ। ২ অক্টোবর থেকে প্রথম টেস্ট এবং ১০ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। এই সিরিজে ভারতের সহ-অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা।
ভারতের টেস্ট স্কোয়াড- শুভমান গিল (অধিনায়ক), ইয়াশভি জয়সাওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড়িকাল, ধ্রুব জুুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, নীতিশ রেড্ডি এবং নারায়ণ জাগাদিশান।