টেস্টের জন্য আন্তর্জাতিক টি–টোয়েন্টি ছেড়ে দিলেন স্টার্ক

আন্তর্জাতিক
টেস্টের জন্য আন্তর্জাতিক টি–টোয়েন্টি ছেড়ে দিলেন স্টার্ক
মিচেল স্টার্ক, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টেস্ট ক্রিকেট এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই পেসার আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন স্টার্ক। ২০১২ সালে অভিষেকের পর এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার শিকার করেছেন ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টার্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ২০ রানে চার উইকেট। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক বলেন, 'টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়; বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।'

২০২৬ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সময়সূচি, যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফর এবং ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ। এ ছাড়া ২০২৭ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক টেস্ট এবং বছরের মাঝামাঝিতে আছে অ্যাশেজও।

তিনি আরও বলেন, '২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।'

স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন। সম্প্রতি তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং ভবিষ্যতে আরও টি-টোয়েন্টি লিগে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: মিচেল স্টার্ক