টি-টোয়েন্টি দলের দরজা বন্ধ হয়ে যায়নি, বিশ্বাস মহারাজের

কেশভ মহারাজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না কেশভ মহারাজ। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের স্কোয়াডে থাকতে আশাবাদী এই স্পিন অলরাউন্ডার। সাউথ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড দলে এমন স্পিনার চান যারা ব্যাটিংয়েও অবদান রাখতে পারবেন।

promotional_ad

প্রোটিয়া দলে ব্যাটিং খুব একটা না পারলেও আছেন নাকাবা পিটারের মতো রহস্যময় স্পিনার। এর ফলে বোঝা যায় কনরাডের মিস্ট্রি স্পিনার প্রীতিও আছে। মহারাজ আশাবাদী তার জন্য সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি দলের দরজা বন্ধ হয়ে যায়নি। ওয়ানডেতে পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি দলেও আশাবাদী তিনি।


আরো পড়ুন

মহারাজের স্পিনে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

৫ ঘন্টা আগে
৫ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ের নায়ক  কেশভ মহারাজ

মহারাজ বলেন, 'শুকস (শুকরি কনরাড) এখনো দরজা বন্ধ করেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো আমার জন্য অনেক বড় লক্ষ্য। আশা করি সুযোগ পেলে আমি দেখাতে পারব আমি কী করতে পারি। কোচের অবশ্যই কিছু পরিকল্পনা আছে, আশা করি আমি সেসব পরিকল্পনায় জায়গা পাব। যদি না-ও পাই, দিনের শেষে কোচের সিদ্ধান্তকেই সম্মান জানাতে হবে।'


promotional_ad

আপাতত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নিয়েও ভাবছেন না মহারাজ। নিজের লক্ষ্য খোলাসা করে তিনি বলেন, '২০২৭ আমার জন্য বড় লক্ষ্য, আমি ওয়ানডে ক্রিকেট খেলতে ভালোবাসি। (এই সিরিজ) আসলে বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করার সুযোগ। যাতে আগামী বছরের মধ্যেই ২০২৭ বিশ্বকাপের দল নিয়ে পরিষ্কার ধারণা তৈরি হয়।'


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাবাদার

১৪ ঘন্টা আগে
কাগিসো রাবাদা, ফাইল ফটো

টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছিলেন জর্জ লিন্ডে আর সেনুরান মুথুস্বামী, যদিও কেউই খুব বেশি আলো ছড়াতে পারেননি। মহারাজ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার রানার্স-আপ হওয়ার পথে বড় অবদান ছিল। তবে দুর্বল ব্যাটিংয়ের কারণে তার দলে জায়গা পাওয়া কঠিন হবে।


প্রোটিয়া কোচ কনরাড ব্যাখ্যা করেছেন, প্রোটিয়াদের সেরা একাদশের ভারসাম্যের জন্য একজন মূল স্পিনারকে অলরাউন্ডার হতে হবে। সাউথ আফ্রিকার ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার খেলিয়েছে, সঙ্গে অলরাউন্ডার হিসেবে জর্জ লিন্ডে, মুথুসামি ও করবিন বশ—কিন্তু এই তিনজন মিলে ছয় ইনিংসে করেছেন মাত্র ১২ রান।


একজন ব্যাটার কম থাকার কারণে ভারসাম্যে প্রভাব পড়েছে বলেও স্বীকার করে নিয়েছেন কনরাড। প্রোটিয়া কোচ বলেন, 'যদি আমি ব্যাটিং ইউনিটকে নির্দিষ্টভাবে খেলাতে পারি এক জন ব্যাটার কম নিয়েও, তাহলে কল্পনা করুন সঠিক ভারসাম্যের দল নিয়ে তারা কী করতে পারবে। এটা আসলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। আমি কিন্তু পাগল নই টি-টোয়েন্টিতে সব অলরাউন্ডার খুঁজে বের করার জন্য। সেরা ছয়জন হবে বিশেষজ্ঞ ব্যাটার, ৭ ও ৮ নম্বরে থাকবে অলরাউন্ডার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball