‘বাবর-রিজওয়ানরা বিজ্ঞাপনই করুক, ওরা কোচদের কথা শোনে না’

ছবি: বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচে বাবর ও রিজওয়ান দুজনই শুরুটা ভালো করেছিলেন। যদিও ইনিংস লম্বা করতে পারেননি। সিরিজের বাকি দুই ম্যাচে দুজনের কেউই রান পাননি। শেষ ম্যাচে পাকিস্তান গুঁড়িয়ে যায় মাত্র ৯২ রানে, ২০২ রানে হারে তারা। ৩৪ বছর পর ক্যারিবিয়ানদের কাছে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান।
হেসনকে পাকিস্তানের গার্ডিয়ানের মতো আচরণ না করার পরামর্শ বাসিত আলীর
১২ আগস্ট ২৫
বাসিতের মতে রিজওয়ান ও বাবরের মানসিকতা ও সাম্প্রতিক ব্যাটিং সামর্থ্য সবই প্রশ্নের মুখে। তিনি মনে করেন, এই দুই তারকা নিজেদের জায়গা নিয়ে এতটাই নিশ্চিত যে, দলে প্রতিদ্বন্দ্বিতা বলে কিছু অনুভব করেন না।

এই ব্যর্থতার প্রেক্ষিতে বাসিত বলেন, 'যারা কয়েক বছর আগে ভালো খেলেছে, তারা এখনও সেই পুরনো পারফরম্যান্স দিয়েই টিকে আছে। এখন ওদের দিয়ে বিজ্ঞাপনেই কাজ চালানো যাক। কোচদের কথাও শোনে না ওরা। কাউকে যদি ওদের জাগাতে হয়, তাহলে ইউনিস খান বা ইনজামামের মতো কাউকে দরকার, কিন্তু ওরা সেটা হতেই দেবে না।'
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না পাকিস্তান
৩ ঘন্টা আগে
এদিকে এশিয়া কাপ সামনে রেখে বাসিতের দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, হরভজন সিংদের মতো তিনিও চান ম্যাচটি মাঠে না গড়াক।
তিনি ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে বলেন, 'প্রার্থনা করি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারত না খেলে, যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে (সাবেকদের আসর) তারা খেলেনি। খেললে ওরা এমনভাবে আমাদের পেটাবে, আপনাদের ধারণার বাইরে তা।'