
পিএসএলে সাইফ-তানজিদদের যে দলই নেবে তারাই লাভবান হবে: বাসিত
শ্রীলংকার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ভুমিকা রাখেন সাইফ হাসান। ক্রিকেট বোদ্ধাদের বন্দনা মিলেছিল অনেক, নুয়ান থুসারাকে ফ্লিকে ছক্কা হাকানোর শটটি দেখে তার ভক্ত বনে গিয়েছিলেন অনেকেই। আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমাদৃত হয়েছিল সাইফের সেই ইনিংস।