হেলমেটে আঘাত পাওয়ায় ওয়ানডে অভিষেক হচ্ছে না ওয়েনের

মিচেল ওয়েন, ফাইল ফটো
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেকের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ছিটকে পড়েছেন মিচেল ওয়েন। ডারউইনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পাওয়ার পর কনকাশনে আক্রান্ত (মাথায় চোট) হন অস্ট্রেলিয়ার এই তরুণ ব্যাটার।

promotional_ad

২৩ বছর বয়সী ওয়েন মাঠে প্রাথমিক পরীক্ষায় সেরে উঠলেও পরে কনকাশনের উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন কমপক্ষে ১২ দিন বিশ্রামে থাকবেন। ফলে চলতি সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না তার।


আরো পড়ুন

বিশ্রামে কামিন্স-স্টার্ক, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ওয়েন

৩০ জুলাই ২৫
প্রথমবারের মতো ওয়ানডে দলে মিচেল ওয়েন, ফাইল ফটো

এর ফলে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেকের সুযোগ হারালেন তিনি। সাম্প্রতিক সময়ে যেভাবে ছন্দে ছিলেন, তাতে দলে জায়গা করে নেয়ার সম্ভাবনা ছিল প্রবল।


ওয়েন ছাড়াও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আরও দুই ক্রিকেটার। এদের মধ্যে আছেন পেসার ল্যান্স মরিস এবং অলরাউন্ডার ম্যাট শর্ট। মরিস পিঠের চোটে ভুগছেন এবং ইতোমধ্যেই পুনর্বাসনের জন্য পার্থে ফিরে গেছেন।


promotional_ad



আরো পড়ুন

অধিনায়ককেই অবসরের সিদ্ধান্ত জানাতে ভুলে গিয়েছিলেন স্টার্ক

২০ ঘন্টা আগে
মিচেল মার্শ ও মিচেল স্টার্ক

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া সাইড স্ট্রেইন থেকে ম্যাট শর্ট এখনো সেরে ওঠেননি। ফলে তাকে পুরো সিরিজ থেকেই ছিটকে দেয়া হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে চোটের কারণে বেশ কয়েকবার বিরতিতে যেতে হয়েছে তাকে।


ওয়েন ও শর্টের জায়গায় দলে ডাক পেয়েছেন অ্যারন হার্ডি ও ম্যাট কুনেমান। কুনেমান তিন বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন। তার সঙ্গে স্কোয়াডে আছেন অ্যাডাম জাম্পাও, ফলে সিরিজে দুই স্পিনার নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, মার্নাস ল্যাবুশেন এবং অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball