ডোয়ার্শিসকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে শাস্তি পেলেন বশ

আন্তর্জাতিক
ডোয়ার্শিসকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে শাস্তি পেলেন বশ
করবিন বশের উইকেট উদযাপন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়াকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৩ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। আর তাতেই সিরিজে ফিরেছে সমতা। এই ম্যাচেই আইসিসির আচরণবিধি ভেঙেছেন বশ।

বুধবার বশের শাস্তির বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধির লেভেল-১ এর ২.৫ ধারা ভেঙেছেন বশ।

যেখানে উল্লেখ করা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কোনো কথা, কাজ কিংবা অঙ্গভঙ্গি করা, যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দিতে পারে।’

ঘটনাটি অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারের। বেন ডোয়ার্শিসকে আউট করার পর আঙুল উঁচিয়ে ড্রেসিং রুমের পথ দেখান বশ। যা আইসিসির ক্রিকেটীয় আচরণবিধির পরিপন্থী।

এরপর অবশ্য ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ফলে আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি। শনিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: অস্ট্রেলিয়া