ভারতে কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

ছবি: বিরাট কোহলি, লিওনেল মেসি ও মহেন্দ্র সিং ধোনি (বাম থেকে), ফাইল ফটো

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একটি সূত্র জানায়, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এবং তার ক্রিকেট ম্যাচে অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে।
কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন
২৯ জুলাই ২৫
সূত্রটি বলেছে, 'মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি সম্ভবত একটি ক্রিকেট ম্যাচও খেলবেন, যেখানে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা অংশ নেবেন। সব কিছু চূড়ান্ত হলে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করবে।'
প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনা অনুসারে সবকিছু হলে, মেসিকে সাত-জনের একটি প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাটিং করতে দেখা যেতে পারে। যেখানে তিনি বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের সঙ্গে খেলবেন। সেই ম্যাচে শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মাকেও দেখা যেতে পারে, এমন সম্ভাবনার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

এই সফরটি হবে মেসির দ্বিতীয় ভারত ভ্রমণ। ১৪ বছর পর ভারতে যাচ্ছেন তিনি। এর আগে ২০১১ সালে তিনি কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন।
এবারের সফরে তিনি তিনটি শহর ভ্রমণ করবেন এবং কলকাতার ইডেন গার্ডেন্সে একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও কলকাতায় তিনি শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালার উন্মোচন করবেন এবং একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন।
বিশ্বের সেরা ফুটবলার মেসির সম্মানে ইডেন গার্ডেন্সে 'গোট কাপ' নামে একটি সাত-জনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এর আগে কেরালার ক্রীড়ামন্ত্রী দাবি করেছিলেন, মেসি অক্টোবর মাসে একটি প্রীতি ম্যাচ খেলতে কেরালায় আসবেন, তবে সে সফর এখনও অনিশ্চিত।
বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন এবং ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেয়ার লক্ষ্য রয়েছে তার। তার নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ ফুটবল শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আগামী বছরের বিশ্বকাপটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।