পাকিস্তানের জার্সি ঢাকতে বলার ঘটনায় ক্ষমা চাইল ল্যাঙ্কাশায়ার

এআই প্রযুক্তিতে প্রাপ্ত ছবি, ডান পাশের কোনায় সেই দর্শক এবং নিরাপত্তাকর্মী , ফাইল ফটো
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড–ভারত চতুর্থ টেস্ট চলাকালীন পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে আসা এক দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছে। দর্শকের নাম ফারুক নজর। এ ঘটনায় ক্ষমা চেয়েছে আয়োজক ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব, যারা ওল্ড ট্রাফোর্ড মাঠের ব্যবস্থাপনায় রয়েছে।

promotional_ad

ফারুক সংক্ষিপ্ত সংস্করণের পাকিস্তানি সবুজ জার্সি পরে মাঠে ঢোকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন তাকে জার্সিটি ঢাকতে বলেন। ফারুক তা না করায় পরবর্তীতে পুলিশ কর্মকর্তাদের সহায়তায় তাকে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়। ফারুক পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে বিষয়টি আলোচনায় আসে।


আরো পড়ুন

১৫ উইকেটের দিনে আলো কেড়ে নিলেন সিরাজ-কৃষ্ণা

৪ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর সিরাজের উদযাপন

ল্যাঙ্কাশায়ার শুরুতে জানায়, নিরাপত্তাকর্মীদের সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণের’ কারণে ফারুককে স্টেডিয়াম ছাড়তে বলা হয়। ক্লাবটি পরে তদন্ত করে জানায়, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি তারা পর্যালোচনা করবে।


promotional_ad

ঘটনার ব্যাখ্যায় ল্যাঙ্কাশায়ার আরও জানায়, ম্যাচের আগের দিন শনিবার ভারত ও পাকিস্তান সমর্থকদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে ভারতের সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে, কর্তৃপক্ষ পতাকা সরিয়ে ফেলতে বলে। সমর্থকেরা তাতে রাজি হয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে পরদিন অতিরিক্ত সতর্কতা নেয় নিরাপত্তা দল।


আরো পড়ুন

আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

১৪ ঘন্টা আগে
ফাইল ছবি

রবিবার ফারুক নজরের ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োগ করা হয়। নিরাপত্তাকর্মীরা তার নিজের নিরাপত্তার কথা বিবেচনায় এনে জার্সিটি ঢাকতে বলেন। কিন্তু তিনি একাধিকবার অনুরোধ প্রত্যাখ্যান করেন। এরপরই তাকে মাঠ থেকে বের করে দেয়া হয়।


ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক উত্তেজনা চলমান। ২০১৩ সালের পর তারা আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। টেস্টে শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। এমন উত্তেজনার কারণে সম্প্রতি নিরপেক্ষ ভেন্যুতে দুই দলের ম্যাচ আয়োজন করতে হচ্ছে হাইব্রিড মডেলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball