ইংল্যান্ডের শেষ টেস্টের দলে ওভারটন

জেমি ওভারটন
ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সারের হয়ে সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই ইংলিশ পেসার। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের স্কোয়াডে এই একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

promotional_ad

সেই ম্যাচে দারুণ লড়াই করে ড্র করে সিরিজে টিকে আছে ভারত। চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। দুই ইনিংসে ইংলিশ বোলাররা মোট ২৫৭.১ ওভার বল করেছেন। ম্যাচ শেষে অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছিলেন, শেষ টেস্টে তাদের নতুন বোলারের প্রয়োজন হতে পারে। এবার তাই করেছে ইংলিশরা।


আরো পড়ুন

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টের দলে ওভারটন

৫ জুন ২৫
ফাইল ছবি

স্টোকস বলেছিলেন, 'যদি আপনি দেখেন আমরা কতক্ষণ ফিল্ডিং করেছি এবং বোলিং ইউনিট হিসেবে কত ওভার বল করেছি, তাহলে বোঝা যাবে সবাই অনেক ক্লান্ত এবং ব্যথায় ভুগছে। আমরা সবাইকে পর্যবেক্ষণ করব এবং আগামী দুই-তিন দিনের বিশ্রামকে কাজে লাগাব, তারপর সিদ্ধান্ত নেব।'


এই সিরিজের আগের চার টেস্টে ইংল্যান্ড প্রায় একই বোলিং আক্রমণ নিয়ে খেলেছে। দ্বিতীয় টেস্টের পর ইংলিশ স্কোয়াডে জশ টাংয়ের জায়গায় জফরা আর্চাকে নিয়ে এসেছিল তারা। আর ইনজুরিতে পড়া শোয়েব বশিরের বদলি হিসেবে দলে আনা হয়েছে লিয়াম ডসনকে।


promotional_ad



আরো পড়ুন

সিরিজ বাঁচাতে ওভাল টেস্টেও বুমরাহকে খেলাতে পারে ভারত

৪৪ মিনিট আগে
ফাইল ছবি

ক্রিস ওকস এখন পর্যন্ত দুই দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন। সর্বোচ্চ ১৬৭ ওভার বোলিং করেছেন তিনি। এরপর ব্রাইডন কার্স বোলিং করেছেন ১৫৫ ওভার। আর ইংলিশ অধিনায়ক স্টোকস বোলিং করেছে ১৪০ ওভার। গাস অ্যাটকিনসন সিরিজের শেষদিকে খেলতে পারেন বলে ধারা করা হচ্ছিল।


তিনি সারের হয়ে দ্বিতীয় একাদশে খেলে ফিটনেস প্রমাণ করেছেন, তাই তিনি ওকসের পরিবর্তে দলে ঢুকতে পারেন। ১১ উইকেট নিয়ে এখনো ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি জশ টাংও বিবেচনায় রয়েছেন। আর জেমি ওভারটন সুযোগ পেলে ২০২২ সালের পর প্রথমবার টেস্ট খেলবেন তিনি।


ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড-


বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং ও ক্রিস ওকস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball