হেসনকে ‘থার্ডক্লাস কোচ’ বললেন পাকিস্তানের সাবেক পেসার

পিসিবি
‘কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে।’ সিরিজ হারের পর পাকিস্তানের সমালোচনায় এমন মন্তব্য করেছেন রমিজ রাজা। চলমান সিরিজ ধারাভাষ্য দিতে থাকা রমিজের মতো পাকিস্তানের ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রধান কোচ মাইক হেসনও ছাড় পেলেন না সমালোচনা থেকে। তানভীর আহমেদের চোখে হেসন একজন ‘থার্ডক্লাস’ কোচ।

promotional_ad

সবশেষ পাকিস্তান সফরে ব্যাটে-বলে লড়াই করতে পারেনি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ লিটন দাসরা স্বাভাবিকভাবেই পাকিস্তান থেকে ফিরেছে হোয়াইটওয়াশ হয়ে। তবে দেশের মাটিতে সেটার প্রতিশোধ ভালোভাবেই নিচ্ছেন ক্রিকেটাররা। কদিন আগেই শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। লঙ্কান সিরিজের মতো পাকিস্তানের বিপক্ষেও ব্যাটে-বলে পারফর্ম করছেন পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।


আরো পড়ুন

বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ পাকিস্তান কোচের

১৭ আগস্ট ২৫
ফাইল ছবি

প্রথম টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ, মুস্তাফিজদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর তাওহীদ হৃদয় ও ইমনের ব্যাটিংয়ে ৭ উইকেটে হারে তারা। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জাকেরের হাফ সেঞ্চুরি ও শেখ মেহেদীর ক্যামিও ইনিংসের পরও বাংলাদেশকে ১৩৩ রানে আটকে দেয় পাকিস্তান। যদিও সেই লক্ষ্যও তাড়া করতে পারেননি সালমান আলী আঘারা।


promotional_ad

শরিফুল ও তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ের বিপক্ষে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলের রান পঞ্চাশ হওয়ার আগে ৭ উইকেট হারালেও ফাহিম আশরাফ পাকিস্তানকে জয়ের আশা দেখান। যদিও শেষ পর্যন্ত ৮ রানে হারতে হয়েছে তাদের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। একাধিক ম্যাচের সিরিজে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন লিটনরা।


আরো পড়ুন

সেদিকউল্লাহ-ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

৩ সেপ্টেম্বর ২৫
সেদিকউল্লাহ-ইব্রাহিমের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান, ফাইল ফটো

পাকিস্তানের এমন হারের পর হেসনকে কাঠগড়ায় তুলেছেন তানভীর। পাকিস্তানের হয়ে ৫ টেস্ট, ২ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা সাবেক ডানহাতি পেসার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘মাইক হেসন একজন থার্ডক্লাস কোচ—যিনি জানে না কিভাবে ভালো একাদশ নির্বাচন করতে হয়।’


২০২৪ সালের সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। মিরপুরে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এমন কিছুর সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই তৃতীয় ম্যাচে পাকিস্তান যদি জিততে না পারে তাহলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হবেন সফরকারীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball