বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি

ছবি: রজার বিনি, ফাইল ফটো

বিসিসিআই গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভাপতির সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর। বিনির বয়স ১৯ জুলাই পূর্ণ হবে ৭০, ফলে নিয়ম অনুযায়ী তাকে পদ ছাড়তে হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগেই। সভাপতির পূর্ণ মেয়াদ তিন বছর হলেও বিনি দায়িত্ব পালন করেছেন প্রায় আড়াই বছর।
বাংলাদেশে আসার জন্য বিসিসিআইকে চাপ দিচ্ছে পাকিস্তান
৫ ঘন্টা আগে
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিনি। ভারতের হয়ে খেলেছেন ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে। বোর্ড সভাপতি হিসেবে তার মেয়াদে ভারতের পুরুষ দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। তার সময়েই চালু হয় মেয়েদের প্রিমিয়ার লিগ।

বিনির বিদায়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা। ৬৫ বছর বয়সী এই প্রশাসক রাজনীতিতে কংগ্রেসের হয়ে রাজ্যসভা সদস্য ছিলেন। এ ছাড়াও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২০ সালে তিনি বিসিসিআইয়ের সহ-সভাপতি হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বোর্ডের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শুক্লা। অভ্যন্তরীণ আলোচনায় তিনিই এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আসার বিষয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
নতুন সভাপতি নির্বাচন হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে, বিসিসিআইয়ের বাৎসরিক সাধারণ সভায়। তার আগ পর্যন্ত বোর্ড পরিচালনায় কার্যকর ভূমিকায় থাকবেন ভারপ্রাপ্ত সভাপতি।