ভারতকে হারানোর পর পয়েন্টও হারাল ইংল্যান্ড

ইংল্যান্ড দল, ফাইল ফটো
লর্ডসে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে পারেনি ইংল্যান্ড। যার কারণে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট কাটা হয়েছে ইংল্যান্ড দলের।

promotional_ad

আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম থাকলে এক পয়েন্ট কাটা হয়, সময় সংক্রান্ত ছাড় দেয়ার পরও ইংল্যান্ডের দুই ওভার কম ছিল।


আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এই পয়েন্ট কাটা যাওয়ায় ইংল্যান্ডের মোট পয়েন্ট ২৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। ৩৬ পয়েন্টের মধ্যে তাদের পয়েন্ট শতাংশ নেমে এসেছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে।


এই পরিবর্তনের ফলে টেবিলে ইংল্যান্ড নেমে গেছে তৃতীয় স্থানে। তাদের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা, যারা এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে ইংল্যান্ড দলের ক্রিকেটারদের।


promotional_ad



আরো পড়ুন

দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

৫ ঘন্টা আগে
ফাইল ছবি

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার না করায় খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। ইংল্যান্ড দুই ওভার কম করায় এই ১০ শতাংশ জরিমানা হয়েছে।


ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অভিযোগ মেনে নিয়েছেন এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তিও গ্রহণ করেছেন। যার ফলে আলাদা শুনানির প্রয়োজন হয়নি। এই অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার পল রেইফেল ও শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড।


ভারতের বিপক্ষে লর্ডস টেস্টটি ছিল উত্তেজনাপূর্ণ। প্রথম ইনিংসে দুই দলই সমান রান (৩৮৭) করে। পরে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯২ রানের লিড নেয়। ভারতের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়লেও রবীন্দ্র জাদেজার নেতৃত্বে লোয়ার অর্ডার লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত ২২ রানে জিতে নেয় ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball