সিরিজ স্থগিতের পর বাংলাদেশ থেকে এসিসি সভা সরাতে চায় ভারত

এসিসি মিটিংয়ে জয় শাহ
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু ব্যস্ত সূচির বাহানা দিয়ে সিরিজটি এক বছরের জন্য স্থগিত করেছে ভারত। ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি।

promotional_ad

বাংলাদেশের মাটিতে সিরিজ স্থগিতের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট

১৪ ঘন্টা আগে
লর্ডসে টানা তিন ইনিংসেই সেঞ্চৃুরি করলেন জো রুট

বৈঠকটি আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভেন্যু পরিবর্তন না হলে এই সভা থেকেই নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে ভারত।


promotional_ad

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সূত্র জানিয়েছে, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি।’


এসিসির সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী এশিয়া কাপ মাঠে গড়াতে পারে ৫ সেপ্টেম্বর থেকে। আর ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের সূচি রাখা হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে।


২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এই বিশ্ব আসরকে সামনে রেখে এশিয়া কাপও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপের আয়োজক ভারত হলেও এই টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball