বুমরাহ না থাকলেও বিপদে পড়বে না ভারত: গিল

ছবি: জসপ্রীত বুমরাহ (বামে) ও শুভমান গিল (ডানে), ফাইল ফটো

হেডিংলিতে প্রথম টেস্টে পাঁচ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে ভারত। ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে বুমরাহ ছিলেন উইকেটশূন্য। যদিও ভারতের হারের পেছনে বড় দায় লেজের সারির ব্যাটিং ধস, তবু ইংল্যান্ডের ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে বুমরাহর গুরুত্ব অনস্বীকার্য।
‘বুমরাহ চাইলে তিনটির বেশি টেস্টও খেলতে পারে’
১ জুলাই ২৫
তবে পিঠের চোট কাটিয়ে ফেরা এই পেসারকে পুরো সিরিজ খেলানো হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল ভারত। সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল, বুমরাহকে খেলানো হবে তিনটি ম্যাচে।
বুমরাহর ব্যাপারে গিল বলেন, 'বুমরাহ অবশ্যই ফিট এবং খেলতে প্রস্তুত। তবে আমরা ওর ওয়ার্কলোড কীভাবে সামলাব, সেটাই দেখার বিষয়। যদি ও না খেলেও, সেটা বড় ধাক্কা হবে না। সিরিজ শুরুর আগেই আমাদের জানা ছিল, বুমরাহ তিনটা টেস্ট খেলবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আজ সন্ধ্যায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

ভারতের নেট অনুশীলনে যুক্ত হলেন আরো ২ বোলার
৩০ জুন ২৫
বুমরাহ যদি বিশ্রামে যান তাহলে তার জায়গায় খেলবেন আর্শদীপ সিং বা আকাশ দীপ।
এ ছাড়া আসন্ন এই টেস্টে একাদশ থেকে বাদ পড়তে পারেন শার্দুল ঠাকুর। তার জায়গায় দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দর বা নিতিশ কুমার রেড্ডিকে।
গিল আরও বলেন, 'আমরা অবশ্যই এই ম্যাচ জিততে চাই। আমার বিশ্বাস, এই দলটাই ভারতের অন্যতম সেরা টেস্ট দল। আমরা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখি।'