শিরোপা জয়ের দিনও বাভুমাদের ‘চোকার্স’ বলে স্লেজিং করেছিল অস্ট্রেলিয়া

ছবি: ম্যাচের পর টেম্বা বাভুমা, ফাইল ফটো

সাউথ আফ্রিকা অনেক বছর ধরেই বড় ম্যাচে হেরে যাওয়ার কারণে ‘চোকার্স’ নামে পরিচিত হয়ে উঠেছিল। তবে লর্ডসে অনুষ্ঠিত এবারের ফাইনালে সেই অপবাদ দূর করে দিয়েছে দলটি। অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে পুরুষদের ক্রিকেটে নিজেদের প্রথম আইসিসি সিনিয়র ট্রফি জিতেছে সাউথ আফ্রিকা।
ব্রেভিসকে আরও সময় দেয়ার পক্ষে বাভুমা
২৪ আগস্ট ২৫
ম্যাচ শেষে বাভুমা বলেন, 'আজ সকালে আমাদের ‘চোকার্স’ বলা হয়েছে। তাদের একজন বলেছিল, আমরা এখনও অলআউট হয়ে যেতে পারি... আমি সেটা স্পষ্ট শুনেছি। আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন শুনছিলাম অস্ট্রেলিয়ানরা সেই ভয়ানক শব্দটি বলছিল—চোক।'
এই জয় নিয়ে বাভুমা বলেন,

'বহু বছর পর আমরা ফাইনাল জিতেছি, ইতিহাসের অংশ হয়েছি, যা এর আগে কখনও হয়নি। এটা আমাদের জন্য বিশেষ।'
‘অনার্স বোর্ডে’ নাম লেখাতে না পেরে ব্রিটজকের আক্ষেপ
১৭ ঘন্টা আগে
এই ম্যাচে ওপেনার এইডেন মার্করাম খেলেন ১৩৬ রানের অসাধারণ ইনিংস। ইনজুরির মধ্যেও বাভুমা নিজে খেলেন ৬৬ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের ফাইনালে সাউথ আফ্রিকার লক্ষ্য ছিল ২৮২ রান। এই রান তাড়া করে লর্ডস টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান চেজ করে জয় পেল তারা। এর আগে ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সমান রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।