ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

আন্তর্জাতিক
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাউদাম্পটনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে তৃতীয় ও শেষ ম্যাচে ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১১ রানে থেমে যায় ক্যারিবীয়রা। ফলে ম্যাচে ৩৭ রানে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।

প্রায় চার বছর পর কোনো টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। সিরিজ জয়ের পাশাপাশি ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় হ্যারি ব্রুকের দল। অধিনায়ক হিসেবে সাদা বলের ক্রিকেটে এটি ছিল ব্রুকের প্রথম সিরিজ।

শেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে ইনিংসের ভিত্তি গড়েন দুই ওপেনার বেন ডাকেট ও জেমি স্মিথ। ডাকেট ১০টি চার ও দুটি ছক্কায় ৪৬ বলে করেন ৮৪ রান। স্মিথ ২৬ বলে ৬০ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। দুজন মিলে ৫৩ বলে ১২০ রানের উদ্বোধনী জুটি গড়েন।

ইনিংসের শেষদিকে জ্যাকব বেথেল ও অধিনায়ক ব্রুকের ক্যামিও ইনিংসে স্কোর পৌঁছায় ২৪৮-এ। বেথেল করেন ১৬ বলে ৩৬ ও ব্রুক ২২ বলে ৩৫ রান। টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২৩ সালে একই দলের বিপক্ষে তারা করেছিল ২৬৭ রান।

২৪৯ রানের লক্ষ্যে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনাররা ব্যর্থ হলে শিমরন হেটমায়ার কিছুটা চেষ্টা করেন। তিনি ৮ বলে করেন ২৬ রান। অধিনায়ক শাই হোপ করেন ২৭ বলে ৪৫ রান। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

একপ্রান্ত আগলে রাখেন রভম্যান পাওয়েল। হোল্ডার ও আকিল হোসেনের সঙ্গে দুটি জুটি গড়ে কিছুটা লড়াই চালান তিনি। পাওয়েল অপরাজিত থাকেন ৪৫ বলে ৭৯ রানে (৯টি চার ও চারটি ছক্কা)। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ এখন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজটি শুরু হবে ১২ জুন।

আরো পড়ুন: ইংল্যান্ড