ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল ইংল্যান্ড

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল ইংল্যান্ড, ফাইল ফটো
লন্ডনের দ্য ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে সাত উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। এর ফলে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে হ্যারি ব্রুকের নেতৃত্বে ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিকরা।

promotional_ad

লন্ডনের যানজটে পড়ে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামাল দিতে পারেনি সফরকারীরা। ২৮ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার ব্রেন্ডন কিং ও এভিন লুইস এবং অধিনায়ক শাই হোপ।


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

২ ঘন্টা আগে
আইসিসি

মাঝে শেরফেন রাদারফোর্ড ও কেসি কার্টি ৬২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে কার্টিকে বোল্ড করে জুটি ভাঙেন আদিল রাশিদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৪ রানে ৭ উইকেট হারানো অবস্থায় তাদের স্কোর বড় করতে মূল ভূমিকা রাখে লোয়ার অর্ডার।


গুড়াকেশ মোতি ও আলজারি জোসেফ অষ্টম উইকেটে গড়েন ৯১ রানের কার্যকরী জুটি। ২৯ বলে ৪১ রান করেন জোসেফ, আর মোতি ক্যারিয়ার সেরা ৬৩ রানের ইনিংস খেলেন ৫৪ বলে। রাদারফোর্ড করেন ইনিংস সর্বোচ্চ ৭০ রান। বৃষ্টির কারণে ম্যাচটিতে ওভার কমে যায়।


promotional_ad



আরো পড়ুন

ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, দাবি ভনের

৬ ঘন্টা আগে
মাইকেল ভন, বাংলাদেশ দল

নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে সফরকারীরা। ইংল্যান্ডের হয়ে আদিল রাশিদ তিনটি, সাকিব মাহমুদ, ম্যাথু পটস ও ব্রাইডন কার্স দুটি করে উইকেট নেন। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারিত হয় ২৪৬ রান।


জবাবে শুরুতেই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচকে সহজ করে তোলেন জেমি স্মিথ। ২৮ বলে ৬৪ রান করে মোতির বলে বোল্ড হয়ে ফিরলেও তার ইনিংসেই ৭ ওভারে ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ৯৩ রান। পরে বেন ডাকেট ৪৬ বলে ৫৮ রান করেন, আর জো রুট ও জস বাটলারের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিক দল।


২০ বলে ৪১ রান করে শেষের কাজটুকু সারেন বাটলার। ৩০তম ওভারেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৯৩ রানের পর দ্বিতীয় উইকেট জুটিতে ৬২, তৃতীয় উইকেট জুটিতে ৪৫ এবং চতুর্থ উইকেট জুটিতে অবিছিন্ন ৪৬ রানের জুটি গড়ে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball