promotional_ad

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত পাকিস্তান দলে বেশ কিছু চমক রয়েছে। দলের অভিজ্ঞ তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে এই সিরিজে রাখা হয়নি।

promotional_ad

রিজওয়ানের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন শাদাব খান। কিছুদিন আগেও এই সিরিজ ঘিরে ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত মাঠে গড়াতে চলেছে দুই দেশের দ্বিপাক্ষিক লড়াই।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, সব ম্যাচ লাহোরে

৫ মিনিট আগে
হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা, আইসিসি

দলে জায়গা পেয়েছেন চলতি বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে দলে ফিরেছেন সাইম আইয়ুব। পিএসএলে দুর্দান্ত পারফর্ম করা ফখর জামানও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।


promotional_ad

এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। দলটির প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাইক হেসনের। স্কোয়াড গঠনে ঘরোয়া টি-টোয়েন্টি আসর পিএসএলের পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা।


আরো পড়ুন

৩ ম্যাচের পাকিস্তান সফর, সব ম্যাচ লাহোরে

২০ মে ২৫
ফাইল ছবি

বাংলাদেশও ইতোমধ্যে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকা খেলোয়াড়রাই অংশ নেবেন পাকিস্তান সফরে। সিরিজের সূচি এখনো চূড়ান্তভাবে ঘোষণা না হলেও পিসিবির ওয়েবসাইটে বলা হয়েছে, সিরিজ শুরু হবে ২৭ মে।


পাকিস্তান স্কোয়াড- সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball