এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

ছবি: শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম বুন, এসএলসি

৮ মে থেকে ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বুন। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করেছেন তিনি। ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলিং করতে পারা বুন প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৮ ম্যাচে ১১ হাজার ৮২১ রান করেছেন।
বাংলাদেশ সিরিজের আগে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার
৬ মে ২৫
লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৭৩ ম্যাচে করেছেন ৩ হাজার ৬০২ রান। ইংল্যান্ড দলে খেলা না হলেও জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে বুনের। ২০০৫ সালে ডানকান ফ্লেচারের অধীনে ইংল্যান্ডর অ্যাশেজ জয়ী দলের অ্যানালিষ্ট ছিলেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব—১৯ দলও লেস্টারশায়ারের প্রধান কোচ হিসেবে কাজ করা বুন এবার শ্রীলঙ্কার ক্রিকেটে।

এক মাসের চুক্তি করলেও শ্রীলঙ্কা জাতীয় নারী দল, ‘এ’—দলের স্কোয়াড, ছেলেদের ইমার্জিং দল এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব—১৭ দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন বুন। শ্রীলঙ্কার বিবৃতিতে বলা হয়েছে, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সেশনে ক্রিকেটারদের সামগ্রিক ব্যাটিং ও ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতিতে কাজ করবেন ইংলিশ এই কোচ।
সবশেষ কয়েক বছরে প্রায়শই অল্প সময়ের জন্য কোচ কিংবা পরামর্শক নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স ইউনিটের ডিরেক্টর জুবিন ভারুচাকে নিয়োগ দিয়েছিল ব্যাটিং নিয়ে কাজ করতে। এ ছাড়া বোলিংয়ের জন্য পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ফিল্ডিংয়ের জন্য সাউথ আফ্রিকার জন্টি রোডসকে এনেছিল তারা।