ইংল্যান্ড সফরের উইন্ডিজ স্কোয়াডে জাঙ্গু ও অ্যান্ড্রু

ছবি: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৭৯ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন আমির জাঙ্গু, ফাইল ফটো

দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক শাই হোপ। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ফিরেছেন স্কোয়াডে। দুইজনই সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ান পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৯ এপ্রিল ২৫
তবে স্কোয়াডে জায়গা হয়নি শিমরন হেটমায়ারের। চলতি আইপিএলে একদমই ছন্দে নেই বাঁহাতি এই ব্যাটার। তার বাদ পড়াকে তাই খুব একটা চমক হিসেবে দেখা হচ্ছে না। দল নির্বাচনে সাম্প্রতিক ফর্মকে অগ্রাধিকার দিয়েছেন নির্বাচকরা।

দলের মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। তবে কোচিং স্টাফে এসেছে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের জায়গায় এবার বোলিং কোচের দায়িত্বে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার রবি রামপাল।
ঘুমের কারণে ফ্লাইট মিস করা গোহর স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের হয়ে খেলার
৬ ঘন্টা আগে
আয়ারল্যান্ড সফরের অংশ হিসেবে কোচিং ইউনিটে যুক্ত থাকবেন আরেক নতুন মুখ—সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন। সফরটির তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২১ মে থেকে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শাই হোপ, জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস এবং রোমারিও শেফার্ড।