নিশামের ৫ উইকেটের পর সেইফার্টের ১০ ছক্কার ঝড়ে জিতল নিউজিল্যান্ড

ছবি: ৯৭ রানের ইনিংসে নিউজিল্যান্ডের জয়ের নায়ক টিম সেইফার্ট

ওয়েলিংটনে জয়ের জন্য ১২৮ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন সেইফার্ট ও ফিন অ্যালেন। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন সেইফার্ট। তাকে দারুণভাবে সঙ্গ দেন অ্যালেন। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে ৯২ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা।
হকির স্ট্রাইকার থেকে ক্রিকেটের মারকুটে সেইফার্ট
১ এপ্রিল ২১
সুফিয়ান মুকিমের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১২ বলে ২৭ রানের ইনিংস খেলা অ্যালেন। দলের রান একশ পেরিয়ে যাওয়ার আউট হয়েছেন চ্যাপম্যানও। অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে গেলেও ১০ ছক্কা ও ৬ চারে ৩৮ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন হাসান নাওয়াজ। পেসার জ্যাকব ডাফির লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে জিমি নিশামের হাতে ক্যাচ দিয়েছেন রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন মোহাম্মদ হারিস। বেন সিয়ার্সের বলে উইকেটের পেছনে মিচেল হেইকে ক্যাচ দিয়েছেন ১১ রান করা এই ব্যাটার।
শেষের ৬ ব্যাটারের ৩ রান, জেতা ম্যাচ হারল পাকিস্তান
৩ ঘন্টা আগে
পরের ওভারে আউট হয়েছেন ওমাইর ইউসুফ আউট হয়েছেন ডাফির বলে। উসমান খান, আব্দুল সামাদও ফিরে গেছেন দ্রুতই। ৫২ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন সালমান আলী আঘা ও শাদাব খান। তারা দুজনে মিলে যোগ করেন ৫৪ রান। তাদের জুটি ভেঙেছেন নিশাম। ডানহাতি পেসারের বলে হেইয়ের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ২০ বলে ২৮ রান করা শাদাব।
বাকিদের ব্যর্থতার দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন সালমান। ৩৭ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। যদিও পঞ্চাশ ছোঁয়ার পরই ফিরেছেন তিনি। নিশামের পঞ্চম স্টাম্পের ব্যাক অব লেংথ ডেলিভারিতে মার্ক চ্যাপম্যানকে ক্যাচ দিয়েছেন ৫১ রানের ইনিংস খেলা ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ২২ রানে ৫ উইকেট নিয়েছেন নিশাম।