promotional_ad

রোহিত-গম্ভীরদের ৮১ কোটি টাকা বোনাস দিচ্ছে বিসিসিআই

শিরোপা নিয়ে ভারতের উল্লাস, ফাইল ফটো
২০০২, ২০১৩ সালের পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। অসাধারণ এই সাফল্যের পুরস্কার হিসেবে দলকে ৫৮ কোটি রুপি (৮১ কোটি ৬৯ লাখ টাকা) বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

promotional_ad

এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বিসিসিআই। স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের পাশাপাশি গৌতম গম্ভীরের কোচিং ও সাপোর্ট স্টাফ এবং অজিত আগারকারের নির্বাচক কমিটির সদস্যরা এই অর্থ পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।


আরো পড়ুন

বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের

১০ ঘন্টা আগে
ভারতের টেস্ট জার্সিতে জসপ্রিত বুমরাহ

বিসিসিআই তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারত দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে বিসিসিআই আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।’



promotional_ad

‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) আধিপত্য বিস্তার করেছে। ফাইনালে ওঠার পথে চারটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। দলটি তাদের অভিযান শুরু করে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৬ উইকেটের অনায়াস জয়। (গ্রুপ পর্বের শেষ ম্যাচে) তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে পরাজিত করে।’


আরো পড়ুন

পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

১৪ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইসিসির কাছ থেকে পূর্বঘোষণা অনুযায়ী ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পাচ্ছে টিম ইন্ডিয়া। বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ২২ লাখ টাকার বেশি। এ ছাড়াও অংশগ্রহণের জন্য প্রতিটা দল পাবে ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৫১ লাখ টাকার মতো।



সবকিছু মিলিয়ে বিসিসিআইয়ের ঘরে ঢুকতে চলেছে আনুমানিক ২৯ কোটি টাকার মতো। দুবাইয়ে গত ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball