promotional_ad

‘ইংল্যান্ড সফরে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না’, পান্তকে সৌরভ

ঋষভ পান্ত (বামে) ও সৌরভ গাঙ্গুলি (ডানে), ফাইল ফটো
টেস্ট ক্যারিয়ারে দুবার ইংল্যান্ড সফরে গিয়েছেন ঋষভ পান্ত। দুবারের সফরে দুটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবুও ভারতীয় দলের আগামী ইংল্যান্ড সফরে পান্তকে সতর্ক হতে বলছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়কের মতে, ইংল্যান্ডে ত্রাস সৃষ্টি করতে হলে পেসারদের সুইং সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে পান্তকে।

promotional_ad

ইংল্যান্ডের নিজের সবশেষ টেস্টে ১১১ বলে ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন পান্ত। এর আগে ২০১৮ সালের সফরেও সেঞ্চুরি পান তিনি। যদিও ৯ টেস্ট খেলে পান্তের ব্যাটিং গড় সেখানে মাত্র ৩২.৭০। ১৭ ইনিংসের সাতটিতে আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগেই।


আরো পড়ুন

‘দলের স্বার্থ সবার আগে’, লক্ষ্ণৌয়ের ক্রিকেটারদের বার্তা পান্তের

৮ ঘন্টা আগে
ম্যাচ জার্সি নিয়ে ঋষভ পান্তের সঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার, মেন্টর জ়হির খান এবং দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা, ফাইল ফটো

সৌরভের মতে, ইংল্যান্ডের মাটিতে আরও ভালো করার সামর্থ্য আছে পান্তের। এ কারণে যেভাবে সেভাবে ব্যাটিং না করে মানসিকতা, দৃঢ়প্রতিজ্ঞা ও সাহসিকতার সঙ্গে পান্ত খেলুক, এমনটাই প্রত্যাশা তার। 


সৌরভ বলেন, 'পান্তকে চ্যালেঞ্জটা নিতে হবে এবং সুইং করা বল খেলতে হবে। সেখানে গিয়ে সবসময় ইচ্ছেমতো ব্যাট চালালে চলবে না। এটা মানসিকতা, দৃঢ়প্রতিজ্ঞা ও সাহসিকতার ব্যাপার।'



promotional_ad

একইসাথে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এই টেস্ট সিরিজে ভারত জেতার সম্ভাবনা দেখছেন সৌরভ। তবে ভারতের ব্যাটারদের পারফরম্যান্স কেমন হবে সেটা নিয়ে চিন্তিত তিনি। ব্যাটাররা রান পেলেই ফলাফল আসবে বলে মনে করেন সৌরভ।


আরো পড়ুন

আমরাই পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করেছিলাম: সৌরভ

৯ মার্চ ২৫
ম্যাচের আলোচনায় সৌরভ গাঙ্গুলি, ফাইল ফটো

তিনি আরও বলেন, 'প্রতিভার অভাব নেই দলে। বিরাট কোহলি, এই জায়গায় সেরা। ইংল্যান্ডের পাঁচ টেস্ট ধরে সে ব্যর্থ হবে বলে মনে করি না। তবে ইয়াশভি জায়সাওয়াল, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, শুভমান গিল- তাদেরকে এগিয়ে আসতে হবে।'


'আমার মূল দুর্ভাবনার জায়গা হলো, বিরাট ও ইয়াশভি ছাড়া দেশের বাইরে চল্লিসের বেশি গড় নেই তেমন কারও। ভালো টেস্ট দল হয়ে উঠতে হলে শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে তিন-চারজনের গড় পঞ্চাশের কাছাকাছি থাকতে হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball