‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের

ছবি: (বাম থাকে) ওয়াসিম আকরাম, রশিদ লতিফ ও ওয়াকার ইউনিস, ফাইল ফটো

ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের বোলারদের গড় ওমান-যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ: আকরাম
২৪ ফেব্রুয়ারি ২৫
ভারতের কাছে ব্যাটে-বলে রীতিমতো আত্মসমর্পন করেছে পাকিস্তান। এরপর বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবমিলিয়ে ঘরের মাঠে মাত্র এক পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে পাকিস্তান। এ কারণে দলটির সমালোচনায় মগ্ন ওয়াসিম-ওয়াকার।

এবার তাদের সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে রশিদ বলেন, 'দুবাইর ছেলেরা শোরগোল ফেলে দিয়েছে। তারা এখন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে। অথচ গোটা ক্যারিয়ারে দুজন লড়াই করেছে যেটা পাকিস্তান ক্রিকেটকে আক্রান্ত করেছিল। আজব মানুষ তারা। তাদের সামনে টাকা ছেড়ে দেন, তারা যেকোনো কিছু করবে।'
‘ওয়াসিম আকরামের চেয়ে বড় ক্রিকেটার রশিদ’
১৬ ফেব্রুয়ারি ২৫
নব্বই দশকে বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করেছেন ওয়াসিম-ওয়াকার। পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেন ওয়াসিম, তবে ওয়াকার ইউনিস পাননি কোনো শিরোপা! যদিও রশিদের চোখে এই দুজন পাকিস্তান ক্রিকেটের জন্য সেভাবে কিছুই করতে পারেননি।
তিনি আরও বলেন, '১৯৯০ দশকে যারা খেলেছে আমি সবার ভক্ত কিন্তু লিগ্যাসির কথা যদি বলেন তারা পাকিস্তানের ক্রিকেটকে কিছু দেয়নি। তারা কোন আইসিসি আসর জেতেনি- তারা (বিশ্বকাপ ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে হেরেছে। আমরা একবার ফাইনালে উঠেছিলাম (১৯৯৯ সালে) এবং বাজেভাবে হেরেছি।'