বিশ্বকাপ ফাইনালেও ভারত ম্যাচ বয়কটের পক্ষে রশিদ লতিফ
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পরামর্শ দিয়েছিলেন রশিদ লতিফ। কয়েক দিন পেরিয়ে গেলেও বিশ্বকাপ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন আছে, পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারত ম্যাচ বয়কট করতে পারে তারা। এমন সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন রশিদ লতিফ। পাশাপাশি পাকিস্তানের সাবেক অধিনায়ক জানান, বিশ্বকাপের ফাইনালেও যদি প্রতিপক্ষ ভারত হয় তবুও তিনি সেই ম্যাচ বয়কটের পক্ষে।