চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ

ছবি: ওয়ানডে বিশ্বকাপে খেলার সময় জসপ্রিত বুমরাহ, বিসিসিআই

এবার জানা গেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন এই ভারতীয় পেসার। ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে এই পেসার এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো ফিট নন।
‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ
২০ ফেব্রুয়ারি ২৫
বোর্ডার–গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে নতুন করে পিঠের চোটে পড়েন ভারতীয় এই পেসার। চোট থেকে সেরে না উঠলেও তাঁকে রেখেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তাদের প্রত্যাশা ছিল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন বুমরাহ। কিন্তু পিঠের স্ক্যানের পর জানা গেছে তার চোট সেরে উঠতে বেশ সময় লাগবে। শুরুতে ধারণা করা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে একাধিক ম্যাচ মিস করবেন তিনি।
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
২ ঘন্টা আগে
কিন্তু এবার জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেই পারবেন না তিনি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট মিস করতে চলেছেন বুমরাহ। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি।
এদিকে বুমরাহর বিকল্প হিসেবে হার্শিত রানাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ভারত। ভারতীয় দলে আরও একটি পরিবর্তন আছে। ব্যাটসম্যান ইয়াসভি জয়সওয়ালের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ৩৩ বছর বয়সী স্পিনার বরুণ চক্রবর্তীকে।