ভারতের দুশ্চিন্তা বাড়িয়েই যাচ্ছেন বুমরাহ

ছবি: ভারতের দুশ্চিন্তা বাড়িয়েই যাচ্ছেন জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে দুই স্পেলে মাত্র ছয় ওভার বোলিং করেছেন বুমরাহ। যদিও প্রত্যাশিত গতিতে বোলিং করতে পারছিলেন না তিনি। লাঞ্চের পর যখন আবার বল হাতে তুলে নেন তখনও প্রায় একই চিত্র দেখা যায়। এমন অবস্থায় বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার।
‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ
২০ ফেব্রুয়ারি ২৫
পরে জানা যায়, ওয়ার্কলোডের কারণেই শেষ টেস্টে বোলিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বুমরাহ। বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের পক্ষ থেকে পাঁচ সপ্তাহের বিশ্রামে থাকার নির্দেশ পান ডানহাতি এই পেসার।
মাঠে ফেরার আগে তার আরও একটি স্ক্যান করানো হবে। সেই পরীক্ষায় চোট ধরা না পড়লে ম্যাচ ফিটনেস পরীক্ষার জন্য ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল বুমরাহর।

কিন্তু আহমেদাবাদ না গিয়ে তিনি গিয়েছেন বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে (ভারতের জাতীয় একাডেমি নামে বহুল পরিচিত)। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জমা দেয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনের খবর, সম্প্রতি পিঠে আরেক দফায় স্ক্যান করানো হয়েছে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৪ ঘন্টা আগে
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল আইসিসিকে জানানোর শেষ সময় আজই। এরপর দলে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। বিশ্বাসযোগ্য কারণ ছাড়া বুমরাহকে দলে ভেড়ানোর সুযোগ নেই ভারতের কাছে।
বুমরাহকে নিয়ে ভারতের নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে আজই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে।