ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেও চূড়ায় রশিদ

আন্তর্জাতিক
ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেও চূড়ায় রশিদ
ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেও চূড়ায় রশিদ খান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন রশিদ।

২৬ বছর বয়সী আফগানিস্তানের এই লেগ স্পিনার গত মঙ্গলবার সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে পার্ল রয়্যালসের দুনিথ ওয়েলালাগেকে আউট করে এই ইতিহাস গড়েন।

রেকর্ড ৬৩৩টি উইকেট শিকার করতে রশিদ খেলেন মাত্র ৪৬১ ম্যাচ। এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর চূড়ায় থাকা ব্রাভো ৫৮২ ম্যাচে শিকার করেছিলেন ৬৩১ উইকেট। এই মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার ক্রিকেট ছেড়েছেন গত সেপ্টেম্বরে।

ইতিহাস গড়ার পর রশিদ বলেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। আমি কখনো ভাবিনি যে এখানে আসতে পারবো। যদি ১০ বছর আগে কেউ আমাকে জিজ্ঞেস করতো, আমি কখনো এ সম্পর্কে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানো একটি গর্বের বিষয়। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির সেরা বোলারদের একজন। এটি একটি বড় সম্মান এবং আমি এই ধারা চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

২০১৫ সালের অক্টোবর মাসে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রশিদের। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়েই ২০ ওভারের ক্রিকেটে তার অভিষেক। ২০১৬ সালের নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাধ্যমে প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ পান রশিদ।

এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ থেকে শুরু করে হালের এসএটোয়েন্টি, আইএল টি-টোয়েন্টি, দ্যা হান্ড্রেড; এমনকি টি-টেন লিগগুলোতেও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এই লেগ স্পিনার। ইতোমধ্যে বেশ কয়েকটি শিরোপাও জিতে গেছেন রশিদ।

আরো পড়ুন: রশিদ খান