promotional_ad

অভিষেকের মাঝে হেড-শেবাগদের ছায়া দেখছেন হরভজন

সেঞ্চুরির পর অভিষেক শর্মা, বিসিসিআই
আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে গত কয়েক বছর ধরেই আলোচনায় অভিষেক শর্মা। ভারতের এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তার ইনিংস জুড়ে ছিল  ১৩ ছক্কা ও ৭ চার। এমন ইনিংসের পর বিশ্ব জুড়ে প্রশংসায় ভাসছেন এই ওপেনার।

promotional_ad

তার মাঝে এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চদের ছায়া দেখেছেন স্বয়ং ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। এবার বীরেন্দর শেবাগ, ভিভ রিচার্ডসদের সঙ্গে অভিষেকের তুলনা করেছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজ সিং। অভিষেকের মাঝে টেস্ট ক্রিকেটেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সক্ষমতা দেখছেন তিনি।


আরো পড়ুন

এক সিরিজেই ৯৯ থেকে দুইয়ে অভিষেক

৩৫ মিনিট আগে
সেঞ্চুরি করে অভিষেক শর্মার উদযাপন, বিসিসিআই

নিজের ইউটিউব চ্যানেলে অভিষেকের প্রশংসা করতে গিয়ে হরভজন বলেছেন, 'হয়তো তাকে টেস্ট দলেও দেখতে পাব আমরা। এই ফরম্যাটেও সে বিধ্বংসী ব্যাটিং করতে পারে। সে পাঞ্জাবের অধিনায়ক (রাঞ্জি ট্রফিতে)। নিজের দিনে, সে প্রতিপক্ষের মুঠো থেকে ম্যাচ বের করে নিতে পারে।'



promotional_ad

বর্তমান সময়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিপক্ষের মনে সবচেয়ে বেশি ভয় ধরাতে পারেন ট্রাভিড হেড। এই অজি ব্যাটারকে হয়তো সবচেয়ে বেশি ভয় পায় ভারতই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপ। এমনকি সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজেও ভারতের ঘুম হারাম করে নিয়েছিলেন হেড। এবার অভিষেকের মাঝে তার প্রতিচ্ছবি দেখছেন হরভজন।


আরো পড়ুন

বাস চালকের পরিকল্পনায় কোহলিকে আউট করেছেন হিমানশু

২০ ঘন্টা আগে
ড্রেসিং রুমে বিরাট কোহলির সঙ্গে হিমানশু সাংওয়ান

তিনি বলেছেন, 'এই কাজটা করে ট্রাভিস হেড, কাজটা করত বীরেন্দর শেবাগ, ভিভ রিচার্ডস। এই ধরনের খেলোয়াড়রাই খেলাটিকে এগিয়ে নিয়ে যায়। শিগগিরই টেস্ট ক্রিকেটে তার সুযোগ আসবে। টেস্ট ক্রিকেটে সবসময় শেবাগের মতো একজন খেলোয়াড়ের প্রয়োজন হয়, যে মাঠে নামে, বিধ্বংসী ব্যাটিং করে এবং ম্যাচটা মুঠোয় নেয়। আর সেটা হতে পারে আভিষেক শর্মা।'



বছর খানেক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন অভিষেক। এরই মধ্যে টি-টোয়েন্টি দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সব মিলিয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান এসেছে তার ব্যাট থেকে। বাউন্ডারি ওভার বাউন্ডারির হিসেবেও যেকোনো তারকা ব্যাটারকে টেক্কা দিতে পারেন অভিষেক। এরই মধ্যে ৪৬টি চারের সঙ্গে ৪১টি চার মেরেছেন এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেই মেরেছেন ১৩টি ছক্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball