সাদা বলের ক্রিকেটে উইকেটকিপিং করবেন না বাটলার
ছবি: উইকেটকিপিং গ্লাভসে আর দেখা যাবে না জস বাটলারকে, ফাইল ফটো
এমনটা নিশ্চিত করেছেন ইংল্যান্ড সাদা বলের নতুন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। মূলত অধিনায়ক হিসেবে বাটলারকে আরও বেশি স্বাচ্ছন্দ্যে রাখতে এমন সিদ্ধান্ত নিচ্ছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি শুরুর একদিন আগেই ইংল্যান্ডের একাদশ ঘোষণা
২১ জানুয়ারি ২৫ম্যাককালাম বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করতে চাই। এই সিরিজে সে (বাটলার) উইকেটকিপিং করবে না। ও মাঠে অধিনায়ক হিসাবে থাকবে। এটা ভালো হবে, কারণ সে বোলারের সঙ্গে শেষ মুহূর্তেও সামনে গিয়ে কথা বলতে পারবে।’
‘আমাদের কাছে ভালো অপশন (উইকেটকিপিং) রয়েছে আরও। আমাদের দল যথেষ্ট ভালো। আমাদের হাতে অনেক খেলোয়াড় রয়েছে যারা পজিশন নিয়ে ফ্লেক্সিবল।’, তিনি আরও যোগ করেন।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অসাধারণ পারফর্ম করেছিলেন বাটলার। সেই সিরিজে ৩১.৮৩ গড় ও ১৬৮.৯২ স্ট্রাইক রেটে ১২৫ রান করেন তিনি। তার নেতৃত্বে দল ৩-১ ব্যবধানে সিরিজ জিতে।
অভিষেকের মাঝে হেড-শেবাগদের ছায়া দেখছেন হরভজন
২০ ঘন্টা আগেযদিও অধিনায়ক হিসাবে শেষ দুটি আইসিসি ইভেন্টে সেরকম কোনো ফলাফল আনতে পারেননি বাটলার। যদিও ম্যাককালামের প্রত্যাশা, আগামী কয়েক বছরে নেতৃত্বদানের বিষয়টি আরও বেশি উপভোগ করবেন বাটলার।
তিনি বলেন, ‘আমরা যে দল পেয়েছি এবং আমাদের সামনে যে সুযোগটি আছে তা নিয়ে ও উচ্ছ্বসিত। আমি নিশ্চিত যে আমরা আগামী কয়েক বছর জস উইকেটের পেছনে না থাকার বিষয়টি উপভোগ করবে।’