চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন বুমরাহ, তবে

আন্তর্জাতিক
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন বুমরাহ, তবে
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে চোটে পড়েছিলেন জসপ্রিত বুমরাহ, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন জসপ্রিত বুমরাহ। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারা ডানহাতি পেসার খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বেশ কদিন ধরে এমন গুঞ্জন তৈরি হলেও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন বুমরাহ। তবে খেলা বা না খেলার বিষয়টি নির্ভর করবে ফিটনেসের উপর।

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে দুই স্পেলে মাত্র ছয় ওভার বোলিং করেছেন বুমরাহ। যদিও প্রত্যাশিত গতিতে বোলিং করতে পারছিলেন না তিনি। লাঞ্চের পর যখন আবার বল হাতে তুলে নেন তখনও প্রায় একই চিত্র দেখা যায়। এমন অবস্থায় বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার। 

ভারত যখন অস্টেলিয়ার বিপক্ষে মাঠে খেলছিল তখন অনুশীলন জার্সি পড়ে স্টেডিয়াম ত্যাগ করেন বুমরাহ। টিভি ক্যামেরায় দেখা যায় গাড়িতে করে স্থানীয় হাসপাতালে যাচ্ছেন। যেখানে স্ক্যান করানো হয় তাঁর। ম্যাচ শেষে জানা যায়, পিঠের চোটে ভুগছেন বুমরাহ। ক্রিকইনফো জানিয়েছে, মানসিক চাপের কারণেই সিডনিতে ওমন অবস্থায় পড়েছিলেন তিনি। 

প্রথম রাউন্ডের পরীক্ষায় ডানহাতি পেসারের পিঠ কিংবা কোমরে কোন ধরনের চিড় ধরা পড়েনি। ওয়ার্কলোডের কারণেই শেষ টেস্টে বোলিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বুমরাহ। বোর্ডা-গাভাস্কার সিরিজে ৯ ইনিংসে ১৫১.২ ওভার বোলিং করেছিলেন তিনি। যেখানে ১৩.০৬ গড়ে নিয়েছিলেন ৩২ উইকেট।

বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের পক্ষ থেকে আপাতত ৫ সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে ডানহাতি পেসারকে। আবার মাঠে ফেরার আগে তাঁর আরও একটি স্ক্যান করানো হবে। সেই পরীক্ষায় চোট ধরা না পড়লে ম্যাচ ফিটনেস পরীক্ষার জন্য ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলবেন বুমরাহ। 

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জমা দেয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি। এমন অবস্থায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন বুমরাহ। তবে সেটা ফিটনেসের উপর নির্ভর করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে।

আরো পড়ুন: জসপ্রিত বুমরাহ