অশ্বিনের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় বুমরাহ
ছবি: সাইড লাইনে বিশ্রামে বুমরাহ, ক্রিকেট অস্ট্রেলিয়া
ভারতীয় বোলারদের মধ্য সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন। তিনি ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। ৯০৭ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছেন বুমরাহ। এর ফলে সবার উপরে নিজের অবস্থান আরও জোরালো করেছেন ভারতীয় এই তারকা।
মেলবোর্নে ভারতের ১৮৪ রানের হারের ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ মোট ৯ উইকেট নেন তিনি। এর আগে ২০১৬ সালে ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন অশ্বিন। এদিকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জশ হ্যাজেলউড।
এক ধাপ এগিয়ে তিন নম্বরে অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই দুজনে উন্নতি করায় দুই ধাপ পিছিয়ে যেতে হয়েছে কাগিসো রাবাদাকে। এদিকে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের জয়ে বড় অবদান ছিল প্রোটিয়া পেসার মার্কো জানসেনের।
তিনি দ্বিতীয় ইনিংসেই নেন ৬টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এর ফলে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠেছেন তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ের উপরের তিন জনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি।
আগের মতই শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট, দুইয়ে হ্যারি ব্রুক আর তিন নম্বরে কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। অজিদের বিপক্ষে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পাওয়া যশস্বী জয়সওয়াল আছেন চার নম্বরে।
স্টিভেন স্মিথ সেঞ্চুরি তুলে নিয়ে তিন ধাপ এগিয়ে আছেন সাত নম্বরে। আর পাকিস্তানের সাউদ শাকিল তিন ধাপ এগিয়ে ছয় নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষ স্থান দখল করে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।