ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রুট, নেই স্টোকস
ছবি: ১৩ মাস পর ইংল্যান্ডের ওয়ানডে দলে জো রুট (বামে), নেই বেন স্টোকস (ডানে)
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ৫০ ওভারের ক্রিকেটে নেই জো রুট ও বেন স্টোকস। বছরখানেকের বেশি সময় ধরে ওয়ানডে না খেললেও গত আগষ্টে নির্বাচক লুক রাইট জানিয়েছিলেন, তবুও বিবেচনায় থাকবেন তারা দুজন। তবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পড়েছে কেবলমাত্র রুটের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না স্টোকসের। ১৫ সদস্যের দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চলতি মাসের শেষের দিকে ৩৪ বছরে পা দেবেন রুট। ২০২৪ সালে টেস্টে ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে ছয়টি সেঞ্চুরিও আছে তাঁর। যদিও এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলছেন না তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেছিলেন রুট। যদিও ইংলিশ এই ব্যাটারের ক্যারিয়ার গড় ৪৭.৬০। তবে ২০১৯ বিশ্বকাপ জয়ের পর ২৮.৯৫ গড়ে ৬৬৬ রান করেছেন।
এদিকে রুট ফিরলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না স্টোকসের। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছিলেনে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। সেই চোটে ভারত সফরে যাওয়া হচ্ছে তাঁর। ভারত সফরের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস করতে হচ্ছে তারকা এই অলরাউন্ডারকে। কদিন আগেই ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটেও প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।
টেস্টে মতো ওয়ানডে-টি-টোয়েন্টিতেও নিজের দর্শনের প্রতিফলন ঘটাতে চান তিনি। ১৫ সদস্যের দলে এমন পাঁচজন পেসারকে রাখা হয়েছে তারা সবাই প্রতি ঘণ্টায় ৯০ মাইল গতিতে বোলিং করতে পারেন। লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে কদিন আগে ফিরেছেন জফরা আর্চার। ধারণা করা হচ্ছে, আগামী গ্রীষ্ম মৌসুমে টেস্টেও ফিরতে পারেন ডানহাতি এই পেসার। কনুইয়ের চোটে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকলেও মার্ক উড জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
তাদের দুজনের সঙ্গে গতির ঝড় তুলবেন গাস অ্যাটকিনসনও। গত বছরের ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই ৫০ ওভারের ক্রিকেটে নেই তিনি। ব্রাইডন কার্স, জেমি ওভারটন, সাকিব মাহমুদও আছেন স্কোয়াডে। তবে জায়গা হয়নি স্যাম কারানের। সুযোগ মেলেনি রিস টপলি, ম্যাথু পটসদের কারও। দলের সেরা স্পিনার হিসেবে থাকছেন আদিল রশিদ। দলের প্রয়োজনে স্পিনার হিসেবে দেখা যাবে রুট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেলকে।
ওপেনিংয়ে বেন ডাকেট ও ফিল সল্টকে। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাওয়া তাঁদের দুজনের উপরই ভরসা করতে পারে ইংল্যান্ড। সবশেষ কয়েক মাসে খেলা টপ অর্ডার ব্যাটারদের মাঝে বাদ পড়েছেন উইল জ্যাকস। নিউজিল্যান্ড সফর মিস করলেও উইকেটকিপার জেমি স্মিথ ফিরেছেন দলে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়েই জানুয়ারিতে হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ড স্কোয়াড- জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।